Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

ইউনিয়ন উন্নয়ন সমন্ময় কমিটির সভার কার্য বিবরণী

৭নং মূলঘর ইউনিয়ন পরিষদ,

ফকিরহাট,  বাগেরহাট

সভার স্থানঃ ৭নং মূলঘর ইউনিয়ন পরিষদ

সভার তারিখঃ

উপস্তিত সদস্যবৃন্দঃ-

সর্ব জনাব,

১) সৈয়দ তৌহিদুল ইসলাম পাপলু-     চেয়ারম্যান     -     সভাপতি -     স্বাক্ষরিত।

২) মুক্তিরানী রাহা           -     সদস্যা        -     সদস্য   -    স্বাক্ষরিত।

৩) স্নেহ লতা কবিরাজ        -     সদস্যা        -     সদস্য   -     স্বাক্ষরিত।

৪) অঞ্জলী মজুমদার          -     সদস্যা        -     সদস্য   -     স্বাক্ষরিত।

৫) ফকির মোস্তফা কামাল            -     সদস্য         -     সদস্য   -     স্বাক্ষরিত।

৬) মোঃ আশরাফুর জামান      -     সদস্য         -     সদস্য   -     স্বাক্ষরিত।

৭) কাজী তাজ উদ্দিন         -     সদস্য         -     সদস্য   -     স্বাক্ষরিত।

৮) চৌধুরী জালাল উদ্দিন      -     সদস্য         -     সদস্য   -     স্বাক্ষরিত।

৯) সুনির্মল পাড়ই            -     সদস্য         -     সদস্য   -     স্বাক্ষরিত।

‌১০) অনাদি বিশ্বাস           -     সদস্য         -     সদস্য   -     স্বাক্ষরিত।

১১) গৌতম বিশ্বাস           -     সদস্য         -     সদস্য   -     স্বাক্ষরিত।

১২) মহাদেব বিশ্বাস          -     সদস্য         -     সদস্য   -     স্বাক্ষরিত।

১৩) কালিপদ বিশ্বাস          -     সদস্য         -     সদস্য   -     স্বাক্ষরিত।

(১৪) রাজু মজুমার            গন্যমান্য সদস্য, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি                 

১৫. ইউসুব আলী সরদার        গন্যমান্য সদস্য, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি                  স্বাক্ষরিত

১৬. অশোক মন্ডল,            শিক্ষানুয়াগি, শিক্ষা ও গনশিক্ষা কমিটি                        স্বাক্ষরিত

১৭. শেফালী মন্ডল            শিক্ষানুয়াগি, শিক্ষা ও গনশিক্ষা কমিটি                        স্বাক্ষরিত

১৮. অমলেন্দু বিশ্বাস           শিক্ষক ও সদস্য স্বাস্থ্য ও পঃপঃ কমিটি                       স্বাক্ষরিত

১৯. খাদিজা বেগম            স্বাস্থ্য সহকারী ও সদস স্বাস্থ ও পঃপঃ কমিটি                   স্বাক্ষরিত

২০. অর্ধেন্দু রায়              গন্যমান্য ব্যক্তি ও সদস্য নিরীক্ষা ও হিসাব কমিটি                       স্বাক্ষরিত

২১. দুলাল গোলদার           গন্যমান্য ব্যক্তি ও সদস্য নিরীক্ষা ও হিসাব কমিটি               স্বাক্ষরিত

২২. অপূর্ব রায়                      গন্যমান্য ব্যক্তি ও সদস্য কৃষিওঅন্যান্য উন্নয়ন কমিটি             স্বাক্ষরিত

২৩. সঞ্জিত মন্ডল             গন্যমান্য ব্যক্তি ও সদস্য কৃষিওঅন্যান্য উন্নয়ন কমিটি                     স্বাক্ষরিত

২৪. আশিকুর রহমান, গন্যমান্য ব্যক্তি ও সদস্য সমাজ কল্যান ওকমিউনিটি সেন্টার কমিটি    স্বাক্ষরিত

২৫. জুয়েল হোসেন            গন্যমান্য ব্যক্তি ও সদস্য সমাজ কল্যান ও কমিউনিটি সেন্টার কমিটি   স্বাক্ষরিত

২৬. শেখ আবু বকর   গন্যমান্য ব্যক্তি ও সদস্য কুটির শিল্প ও সমবায় কমিটি                    স্বাক্ষরিত

২৭. কাজী কামরুজ্জামানগন্যমান্য ব্যক্তি ও সদস্য কুটির শিল্প ও সমবায় কমিটি            স্বাক্ষরিত

২৮. পঞ্চানন বিশ্বাস   গন্যমান্য ব্যক্তি ও সদস্য আইনশৃংখলা কমিটি                           স্বাক্ষরিত

২৯. মাওঃ জাহাঙ্গীর হোসেন      ইমাম ও সদস্য আইনশৃংখলা কমিটি                         স্বাক্ষরিত

৩০. হরেন্দ্রনাথ কবিরাজ        গন্যমান্য ব্যক্তি ও সদস্য নারী ও শিশু কল্যান কমিটি     স্বাক্ষরিত

৩১. রাজিব মজুমদার          শিক্ষক ও সদস্য নারী ও শিশু কল্যান কমিটি                   স্বাক্ষরিত

৩২. বিমল মন্ডল                     গন্যমান্য ব্যক্তি ও সদস্য মৎস্য ও পশুসম্পদ কমিটি               স্বাক্ষরিত

৩৩. তারক বর্মন                    গন্যমান্য ব্যক্তি ও সদস্য মৎস্য ও পশুসম্পদ কমিটি               স্বাক্ষরিত

৩৪. কিরেন মন্ডল                    গন্যমান্য ব্যক্তি ও সদস্য পরিবেশ সংরক্ষন ও বৃক্ষরোপন    স্বাক্ষরিত

৩৫. বিনোদ বিহারী বিশ্বাস               গন্যমান্য ব্যক্তি ও সদস্য পরিবেশ সংরক্ষন ও বৃক্ষরোপন    স্বাক্ষরিত

৩৬. কাজী ফরিদ উদ্দিন                গন্যমান্য ব্যক্তি ও সদস্য ইউনিয়ন পূর্ত কর্মসূচী        স্বাক্ষরিত

৩৭. বাবুল সরদার            গন্যমান্য ব্যক্তি ও সদস্য ইউনিয়ন পূর্ত কর্মসূচী        স্বাক্ষরিত

৩৮. দাশ শিশীর কুমার        প্রাক্তন শিক্ষক        ও সদস্য পানি সরবরাহ ও স্যনিটেশন        স্বাক্ষরিত

৩৯. আকবর হোসেন           সুশীলন প্রতিনিধী ও সদস্য পানি সরবরাহ কমিটি        স্বাক্ষরিত

৪০. মোঃ আমজাদ হোসেন               উপ সহকারী প্রকৌশলী, স্থায়ী সরকার প্রকৌশলী অধিদপ্তর   স্বাক্ষরিত

৪১. মোঃরাকিব হোসেন         সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা                     স্বাক্ষরিত

৪২. মোঃ ইকরামুল কবির               উপসহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা                        স্বাক্ষরিত

৪৩. রবীন্দ্রনাথ রায়           ভটেরেনারী ফিল্ড এ্যাসিসট্যান্ড, প্রানী সম্পদ অধিপ্তর               স্বাক্ষরিত

৪৪. শেখ সাফায়াত আলী                ভটেরেনারী (কৃত্তিমপ্রজনন) প্রানী সম্পদ অধিদপ্তর                স্বাক্ষরিত

৪৫. সঞ্জয় কুমার বাছাড়                ফিল্ড এ্যাসিট্যান্ট, মৎস্য অধিদপ্তর                           স্বাক্ষরিত

৪৬. গোপাল চন্দ্র দাস          উপসহকারী কমিউনিটি স্বাক্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর             স্বাক্ষরিত

৪৭. মোঃ আমির আলী          স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তর                            স্বাক্ষরিত

৪৮. মোঃ গোলাম মোস্তফা               সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তর                      স্বাক্ষরিত

৪৯. শেখ কামাল উদ্দিন        পঃপঃপঃ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর                       স্বাক্ষরিত

৫০. উম্মে ছালমা                     পরিবার কল্যান সহকারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর     স্বাক্ষরিত

৫১. শেফালী খানম            পরিবার কল্যান সহকারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর     স্বাক্ষরিত

৫২. আশালতা বিশ্বাস          পরিবার কল্যান সহকারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর     স্বাক্ষরিত

৫৩. নীলা চৌধুরী                     ইউনিয়ন সমাজকর্মী, সমাজসেবা অধিদপ্তর                     স্বাক্ষরিত

৫৪. অমলেন্দু গোলদার          ইউনিয়ন দলনেতা, আনছার ও ভিডিপি                       স্বাক্ষরিত

৫৫.মোঃ খলিলুর রহমান        টিউবয়েল মেকানিক, জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর         স্বাক্ষরিত

৫৬. আঃ মজিদ,                      কমিউনিটি অর্গানইজার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর  স্বাক্ষরিত

৫৭. আঃ জলিল              মাঠসংগঠক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড                     স্বাক্ষরিত

৫৮.মাওঃ ইসমাইল হোসেন               ম্যারেজ রেজিষ্টার, কাজী আইন বিচার ও সংসদ বিষয়ক কতৃক নিয়োগ প্রাপ্ত

৫৯. প্রজিৎ মজুমদার           বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির প্রতিনিধি মাধ্যমিক         স্বাক্ষরিত

৬০. জয়দেব কর                    বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির প্রতিনিধি প্রাথমিক         স্বাক্ষরিত

৬১. কাজী আজিজ            মাঠপর্যায়ে কর্মরত এনজিও প্রতিনিধি(জেজেএস)          স্বাক্ষরিত

৬২. মোঃ জুয়েল শেখ          স্থানীয় পর্যায়ে সংগঠিত সমাজ ভিত্তিক সংগঠনের প্রতিনিধি   স্বাক্ষরিত

৬৩. অপূর্ব রায়                      স্থানীয় ব্যাসায়ী প্রতিনিধি                                        স্বাক্ষরিত

৬৪. মাওঃ ইব্রাহীম শেখ                 ইমাম ও ধর্মীয় নেতাদের প্রতিনিধি                          স্বাক্ষরিত

৬৫. মিসেস আফরোজা বেগম     নারী প্রতিনিধি-০১                                            স্বাক্ষরিত

৬৬. মিসেস শাহানাজ পারভীন বিউটি       নারী প্রতিনিধি-০২                                    স্বাক্ষরিত

৬৭. ম, আলতাফ মাহমুদ                ইউপি সচিব,                                        সদস্য সচিব স্বাক্ষরিত

 

 

 

ক্রমিক নং

আলোচ্যসূচী

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি

০১

পরিচিতি পর্ব

অদ্য ১০-০৭-২০১২ খ্রীঃ তারিখ সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মূলঘর ইউনিয়ন উন্নয়ন সমন্ময় কমিটির সদস্য গনের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্ত্বি করেন জনাব সৈয়দ তৌহিদুল ইসলাম পাপলু। অতঃপর সভাপতি সাহেব সকলকে শুভেচ্ছা জানিয়ে সকল সদস্যের পরিচিতি পর্ব সমাপ্ত করেন।

নিজ নিজ পরিচয় প্রদান

সভাপতি সৈয়দ তৌহিদুল ইসলাম পাপলু, চেয়ারম্যান, মূলঘর ইউপি।

০২

ইউনিয়ন পরিষদের কর আদায় সম্পর্কে আলোচনা

অত্র সভায় সভাপতি সাহেব ইউনিয়ন উন্নয়ন কর ট্যাক্স আদায় সম্পর্কে আলোচনা করেন। সভাপতি সাহেব জানান যে, অত্র ইউনিয়নের কর আদায় সন্তষ জনক নহে। যেকোন উপায়ে কর আদায় বৃদ্ধি করা আবশ্যক

বিস্তারিত আলাপ আলোচনার পর সদস্য জানাব সুনির্মল পাড়ই প্রস্তাব করেন যে, বর্ষা মৌসুম শেষে প্রতিটি ওয়ার্ডে কর আদালে জন্য নির্দিষ্টি তারিখে কর আদায় ক্যাম্প করা যাইতে পারে। উক্ত  প্রস্তাব সভায় সর্বসম্মতি ক্রমে গৃহিত হইল।

ইউপির সকল সদস্য, আদায়কারী ও গ্রাম পুলিশ

০৩

বিবিধঃ ইভটিজিং

অত্রসভায় সদস্য জনাব কালিপদ বিশ্বাস জানান যে, অত্র ইউনিয়নের বেশ কিছু বিদ্যালয়ের আশেপাশে উর্তিবয়সের যুবক ছেলেরা ঘোরাঘুরি করে। এবং বিদ্যালয় গামী ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যাক্ত করার চেষ্টা করে। যাহা সুশিল সমাজের জন্য কাঙ্খিত নয়।

বিস্তারিত আলাপ আলোচনার পর সদস্যগন একমত প্রসন করেন যে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগনকে বিষয়টির প্রতি সজাগ দৃষ্টি রাক্ষতে হবে। কোনরুপ অপৃতিকর অবস্থা সৃষ্টি হলে সাথে সাথে ইউনিয়ন পরিষদ অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ

 

       অদ্য অন্যকোন আলোচনা নাথাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ দিয়ে অদ্যকারমত সভার কার্য সমাপ্তি ঘোষনা করিলেন।