এক নজর ইউনিয়নঃ
আয়তনঃ ১৮.৬৩ বর্গ কিঃমিঃ
সীমানাঃ-
পূর্বে বাগেরহাট উপজেলার বারুইপাড়া ইউনিয়ন, চিতলমারী উপজেলার চিতলমারী ইউনিয়ন। উত্তরে মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়ন। পশ্চিমে ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন এবং দক্ষিনে ফকিরহাট উপজেলার ফকিরহাট ইউনিয়ন।
জনসংখ্যাঃ- ১৮৬৪০ জন।
পুরুষ- ৯৩৮১ জন।
মহিলা- ৯২৫৯ জন।
গ্রামের সংখ্যাঃ- ১৯টি।
মৌজা - ১২টি।
শিক্ষা প্রতিষ্ঠানঃ-
বেসরকারি কলেজ- ১টি।
সরকারি মাধ্যমিক – ২টি।
বেসরকারি মাধ্যমিক-৫টি।
সরকারি প্রাথমিক- ৮টি।
বেসরকারি প্রাথমকি-৭টি।
শিক্ষার হার- ৮০%
সরকারি প্রতিষ্ঠান- ২টি।
১।বিভাগীয় সরকারি শিশুসদন।
২। শারিরিক প্রতিবন্ধি গ্রামিন পুনর্বাসন কেন্দ্র।
নদী- ০৩টি।
খাল- ২৫টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস