৭নং মূলঘর ইউনিয়নের ২০১৯-২০২০ ভিজিডি চক্রে যে সকল মহিলা ভিজিডি কার্ড্এ চাউল পাই তাদের অবগতি করা যাচ্ছে যে, প্রতিমাসে সঞ্চয় জমা করার জন্য মূলঘর ইউনিয়ন পরিষদে অবস্থিত মধুমতি ব্যাংক লিঃ এ হিসাব খুলতে হবে এবং সেই হিসাবে প্রতি মাসে সঞ্চয় জমা করতে হবে।
হিসাব খুলতে যা যা লাগবেঃ
1। ভিজিডি কার্ড ধারির ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
২। একজন নমিনির ১কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। কার্ড ধারির ভোটার আইডি ও নমিনির ভোটার আইডি অথবা জন্ম সনদের ফটোকপি।
৪। এ্যাকাউন্ট বাবদ ১০/- (যা হিসাবে জমা থাকবে)
ভিজিডি কার্ডধারী নিজে উপস্থিত হয়ে হিসাব খুলতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস